পাকিস্তানে জেনারেল ও জজের দুর্নীতিরও তদন্ত হতে হবে

Spread the love

প্রধানমন্ত্রী ইমরান খানের নে’তৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গুজরানওয়ালা শহরে শুক্রবার অ’নুষ্ঠিত ১১ দলীয় পিডিএম জোটের বিরাট সমাবেশে বক্তারা ব’লেন, দুর্নীতির অভিযোগ উঠলে শুধু রাজনী’তিকদের বিরুদ্ধে তদন্ত হয়, তা’দের সাজা দেওয়া হয়।

জে’নারেল বা জজদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। তা’দের ছাড় দেওয়া কেন? তাদের ‘দুর্নীতিরও তদন্ত হতে হবে। আ’ন হতে হবে সবার জন্য স’মান।

আল জা’জিরা জানায়, জেনারেলদের দুর্নীতি নিয়ে এরকম সরা’সরি কথাবার্তা এর আগে কোনো জ’নসভায় শোনা যায়নি। ১১টি দল নিয়ে গ’ঠিত মোর্চা পাকিস্তান ডেমোক্র্যাটিক মু’ভমেন্ট (পিডিএম) গঠিত হয় ২০ সেপ্টেম্বর। গঠনের পর এটা’ই তাদের প্রথম সমাবেশ। স’মাবেশে জোটভুক্ত প্রত্যেক দলের এ’কজন করে নে’তা বক্তৃতা করেন।

 

পি’এমএলএন নেতা-সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে ভি’ডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতাকালে বলেন, তাঁর সরকারকে হ’টিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জা’ভেদ বাজওয়া ২০১৮ সালে ইমরান খানকে ক্ষ’মতায় বসিয়েছেন।

নওয়াজ শরিফ বলেন, ‘জে’নারেল বাজওয়া, ভালোভাবে শাসন ক’রছিল যে সরকার তাকে উ’ৎখাত করে আপনি সমগ্র দেশ ও জা’তিকে আপনার মর্জির অধীনে নিয়ে গেছেন।’ টি’ভি চ্যানেলগুলো এই ক’থাগুলো বাদ দিয়ে ন’ওয়াজের সংবাদ প্রচার করে। সরকারি নি’র্দেশেই এই সেন্সর।

ইমরানের দল পা’কিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২০১৮ সা’লের সাধারণ নির্বাচনে জিতে সরকার গ’ঠন করে। বি’রোধী দলগুলোর অভিযোগ, নি’র্বাচনে ব্যাপক কারচুপি করে ইমরানকে জে’তানো হয়েছে। তার আগে ২০১৭ সালে স’ম্পদের মিথ্যা বিবরণ দে’ওয়ার দায়ে প্রধানমন্ত্রীর পদ থে’কে নওয়াজকে সরিয়ে দে’ওয়া হয় এবং ১০ ব’ছরের কারাদণ্ড দে’ওয়া হয়।

পি’ডিএম সংগঠক মনে করেন নিত্য প’ণ্যের মূল্য অনেক বেড়ে যাওয়ায় এবং বে’ছে বেছে শুধু বিরোধী দ’লের লোকদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ায় পিটিআই’র জনপ্রিয়তা কমে চলেছে। ‘তাই, সরকারের প’তন ঘটাতে গ’ণআন্দোলনের সময় এসেছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »