আজকের ঝলক নিউজ

ভাস্কর্য ভাঙচুরের চারজন রিমান্ডে

Spread the love

দুই মাদ্রাসা ছাত্রের ৫ দিন করে ও দুই শিক্ষকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট (দৌলতপুর আমলী আদালত) আদালতে শুনানি শেষে বিচারক এনামুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।
কুষ্টিয়ায় বহুল আলোচিত জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার ৪ আসামির রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে সোমবার আসামিদের আদালতে উপস্থাপন করে দুই ছাত্রের ১০ দিন ও দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন পুলিশ।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ভাঙচুরেজড়িত দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হয়। ওই দুই ছাত্রকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে একই মাদ্রাসার দুই শিক্ষককেও গ্রেফতার করেছেন পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

Exit mobile version