আজকের ঝলক নিউজ

কলাপাড়ায় দীর্ঘ ১১ দিনের মতো স্বাস্থ্য-সহকারীদের কর্ম বিরতি পালন চলছে ॥

Spread the love

ছবি দেয়া আছে-
কলাপাড়ায় দীর্ঘ ১১ দিনের মতো স্বাস্থ্য-সহকারীদের কর্ম বিরতি পালন চলছে ॥

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ কলাপাড়ায় ৩ দফা
দাবিতে টানা ১১ দিন ধরে  বেতন বৈষম্যে নিরসন, নিয়োগ বিধি সংশোধনসহ
কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহ-কারীরা। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট
এসোসিয়েশনের ঘোষনায় সাড়া দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
সামনে এ কর্ম বিরতি পালন করেন তারা। প্রায় অর্ধ শতাধিক স্বাস্থ্য
সহকারিরা ২৬ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে। এরফলে কর্মবিরতির
কারণে বিপদে পড়েছেন টিকা নিতে আসা গ্রামাঞ্চলের শিশুদের আত্মীয়-স্বজনরা।

স্বাস্থ্য সহ-কারী আন্দোলকার্মীরা বলেন, চাকরি প্রারম্ভিক কাল থেকে
অবহেলিত তারা, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার। তাই নিয়োগ বিধি সংশোধন করে
সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১১ তম গ্রেড, স্বাস্থ্য সহকারী ১২ তম গ্রেড,
ও স্বাস্থ্য পরিদর্শক ১৩ তম গ্রেডে উন্নীতকরনের দাবি জানান।

স্বাস্থ্যকর্মী রতন চন্দ্র সাহা বলেন, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট
এসোসিয়েশনের ঘোষনায় সাড়া দিয়ে  স্বাস্থ্য-সহকারীরা দেশের সব জেলা ও
উপজেলায় এক যোগে আন্দোলন করছে। তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্ম
বিরতি চলবে বলে তিনি সাংবাদিকদের জানান।

Exit mobile version