মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে
নভেম্বর ২০ ২০২০, ১৬:২৭
মহামারি করোনা ভা’ইরাসে দেশে গত ২৪ ঘণ্টা’য় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হা’জার ৩২২ জন। এছাড়া করোনাভা’ইরাস শনাক্ত হয়েছে আরও ২ হা’জার ২৭৫ জনের দেহে। এ নিয়ে মোট শ’নাক্ত হলো ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বি’কেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রে’স বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত ম’হাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সু’লতানা স্বাক্ষরিত সংবাদ বি’জ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হা’জার ৭০৯ জন। মোট সুস্থ হয়ে’ছেন ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন।
এর আগে বৃহস্প’তিবার (১৯ নভেম্বর) দেশে আরও ২ হা’জার ৩৬৪ জনের দেহে করোনা শ’নাক্ত হয়। এ’ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আ’রও ৩০ জন।
এদিকে ক’রোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির প’রিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের ত’থ্যানুযায়ী, শুক্রবার বিকেল পর্য’ন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হ’য়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ৪৬১ জ’নের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ি’য়েছে ৫ কোটি ৭২ লাখ ২৮ হাজার ১০৬ জন। এর ম’ধ্যে সুস্থ হয়ে বাড়ি ফি’রেছেন ৩ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ৫৪২ জন।
বিশ্বে এখন প’র্যন্ত করোনায় আক্রান্ত হয়ে স’বচেয়ে বেশি মৃ’ত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫৮ হা’জার ৩৩৩ জন। বি’শ্বে সর্বোচ্চ আক্রান্তের সং’খ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষ’মতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২০ লা’খ ৭০ হাজার ৭১২ জ’ন আক্রান্ত হয়েছেন।
করোনা আ’ক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃ’তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আ’ছে ভারত। দে’শটিতে এখন পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৪ হা’জার ৩২৫ জন। এখন পর্যন্ত দে’শটিতে করোনায় আক্রান্ত হ’য়ে মা’রা গেছেন এ’ক লাখ ৩২ হাজার ২০২ জন।
করোনা আ’ক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সং’খ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রা’জিল। দেশটিতে এখন প’র্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হ’য়েছেন ৫৯ লাখ ৮৩ হাজার ৮৯ জন। এ’খন পর্যন্ত দেশটিতে করোনায় আ’ক্রান্ত হয়ে মারা গেছেন এ’ক লাখ ৬৮ হাজার ১৪১ জন।
করোনায় মৃতের সংখ্যার দিক থে’কে চতুর্থ অবস্থানে রয়েছে মে’ক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভা’ইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ১০৪ জন। আ’র এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হ’য়েছে ১০ লাখ ১৯ হাজার ৫৪৩ জ’ন।
আক্রান্তের দি’ক থেকে চতুর্থ অবস্থানে উঠে এ’সেছে ফ্রান্স। দেশটিতে এখন প’র্যন্ত আক্রান্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ২৮৮ জন। আর মৃ’তের সংখ্যা ৪৭ হাজার ১২৭ জন।
সুস্থতার দিক থে’কে প্রথম অবস্থানে আছে ভারত (৮৪ লাখ ২৭ হা’জার ১৪৬ জন), দ্বিতীয় অব’স্থানে আছে যুক্তরাষ্ট্র (৭২ লাখ ৪৩ হাজার ৪৮৮ জন) এবং তৃ’তীয় অবস্থানে আছে ব্রাজিল (৫৪ লাখ ৭ হা’জার ৪৯৮ জন)।
গত বছরের ডি’সেম্বরের শেষ দিকে চীনের ‘হুবেই প্রদেশের উহান থেকে ক’রোনাভাইরাস সংক্রমণ শু’রু হয়। এ’খন পর্যন্ত বাংলাদেশসহ বি’শ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছ’ড়িয়ে পড়েছে কোভিড-১৯।
২০ ন’ভেম্বর (শুক্রবার)-এর আ’পডেট
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ২২৭৫ | ৪৪৩৪৩৪ |
মৃত্যু | ১৭ | ৬৩২২ |
সুস্থ | ১৭০৯ | ৩৫৮৪৩১ |
পরীক্ষা | ১৫৬০৭ | ২৬২২৫৫৯ |