করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬৪

Spread the love

গত ২৪ ঘ’ণ্টায় দেশে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃ’ত্যু হয়েছে। এ নি’য়ে মোট মৃ’ত্যু হয়েছে ছয় হাজার ৩০৫ জ’নের।

নতুন ক’রে শনাক্ত হয়েছেন দু’ই হাজার ৩৬৪ জন। সব মি’লিয়ে আক্রান্তের সং’খ্যা দাঁড়িয়েছে চার লা’খ ৪১ হাজার ১৫৯ জনে।

বৃহস্প’তিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বা’স্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ম’হাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সু’লতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞ’প্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবা’রের (১৮ নভেম্বর) তুলনায় আ’ক্রান্ত ও মৃ’ত্যু দুটোই বেড়েছে। এদিন ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃ’ত্যু হয়। ক’রোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় ২ হা’জার ২১১ জন।

নাসিমা সুল’তানা জানান, গত ২৪ ঘণ্টায় সু’স্থ হয়েছেন এক হা’জার ৯৩৪ জন। এ প’র্যন্ত মোট সুস্থ হয়েছেন তি’ন লাখ ৫৬ হাজার ৭২২ জন।

বি’জ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাস’পাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগী’সহ গত ২৪ ঘণ্টায় সু’স্থ’ হয়েছেন এক হাজার ৯৩৪ জন। এ প’র্যন্ত মোট সুস্থ হয়েছেন তি’ন লাখ ৫৬ হাজার ৭২২ জন। সা’রাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়ে’ছে। গত ২৪ ঘণ্টা’য় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হা’জার ৮২৩টি। আগের ন’মুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩১টি। এ পর্য’ন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লা’খ ছয় হাজার ৯৫২টি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »