আজকের ঝলক নিউজ

বিশ্বকাপজয়ী জুনিয়র টাইগার ক্রিকেটার সজিবের আত্মহত্যা

Spread the love
FacebookTwitterLinkedinPinterestWhatsappFacebook MessengerEmail

অনূর্ধ্ব-১৯ বি’শ্বকাপজয়ী দলের সদস্য তরুণ ‘ক্রিকেটার সজিবুল ইস’লাম সজিব আত্মহত্যা করে’ছেন। তিনি শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে রা’জশাহীর দুর্গাপুরে নিজ ঘরে ফ্যা’নের সিলিংয়ের সঙ্গে গলা’য় রশি পেঁচিয়ে আ’ত্মহত্যা করেছেন।

সজি’বের স্বজনদের দাবি, আসন্ন বঙ্গব’ন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ না পা’ওয়ার হতাশা থেকেই আ’ত্মহত্যা করেছে সজিব।

নিহতের বড় ভাই তশি’কুল ইসলাম বলেন, সজিবের ছোটবেলা থে’কেই ক্রিকেট খেলার প্রতি অ’নেক আগ্রহ ছিল। এ জন্য অনেক বকাও খেতে হয়েছে প’রিবারের কাছে। এক সময় সে নিজে’কে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসে’বে গড়ে তুলতে ভর্তি হয় রাজশাহী কাটাখালি ‘বাংলা ট্র্যাক’ নামে একটি ক্রিকেট একাডে’মিতে। সেই ক্রিকেট একাডেমির সি’ইও এবং হেড কোচ হলেন খালেদ মাহ’মুদ সুজন।

এদিকে খালে’দ মাহমুদ সুজন বলেন, ‘আমি বিশ্বাসই করতে পার’ছি না সজিবের মতো ভদ্র, প্রতিভাবান একটা ছে’লে এমন কাজ করতে পা’রে। মনটা খুব খারাপ হয়ে গেছে খবরটা শু’নে। সে ওপেনার এবং মিডি’য়াম পেশার ছিল। শাইন’পুকুরের হয়ে ফার্স্ট ডিভিশন খে’লেছে। বঙ্গবন্ধু টি-টো’য়েন্টি কাপের প্লেয়ার ড্রাফটে তার নাম ছিল না। এ জ’ন্য আ’ত্মহত্যা করবে সজি’ব তা ভাবতেই অবাক লা’গছে।’

সজীব অ’নূর্ধ্ব ১৫, ১৭ ও ১৯ দলে খেলেছেন। তিনি জাতী’য় অনূর্ধ্ব-১৯ দলের খেলো’য়াড় হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। এমনকি ভার’তের বিপক্ষে ৯৫ রানের একটা ইনিংসও আছে’ তার। সা’ম্প্রতিক সময়ে স’জিব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা’র জন্য প্রস্তুতি নি’চ্ছিল। তবে প্লেয়ার ড্রাফ’টে তার নাম না থাকা’য় কোনো দল পাওয়ার সম্ভা’বনা ছিল না।

এদিকে, পুলি’শ ঘটনাস্থল প’রিদর্শন করে পরিবারকে লাশ দফ’নের জন্য অ’নুমতি দিয়েছে।

FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsappEmail
Exit mobile version