আজকের ঝলক নিউজ

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে বাবা খুন, ছেলে আহত

Spread the love

পাওনা টাকা চা’ওয়ায় আবদুল কুদ্দুস খান (৫০) না’মে এক গাড়িচালককে ছু’রিকাঘাতে হত্যা করেছে পা’ওনাদার। এ সময় স’ঙ্গে থাকা তার ছেলে বিপ্লব হো’সেনকেও (২৫) কুপিয়ে জখম করে স’ন্ত্রাসীরা।

ম’ঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ ঘ’টনা ঘটে। নিহত আবদুল কু’দ্দুস খান সদর উপজেলার ন’ওদাগা গ্রামের কাটি খা’নের ছেলে। তিনি য’শোর মেডিকেল কলেজের সহযোগী অ’ধ্যাপক ডা. শরিফুল আলমের গা’ড়ির চালক ছিলেন।

আ’হত বিপ্লব হোসেন জানান, ছয় মাস আগে য’শোর শহরের ঢাকা রোড এলাকার সেলিম হো’সেনের কাছ থেকে ৪৪ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। টাকা পরিশোধের জ’ন্য দিন ঠিক করলেও ওই দিনে টাকা পরি’শোধ করতে পারেননি কুদ্দুস। মঙ্গলবার (৩ নভেম্বর) বি’কেলে সেলিম হোসেন পাওনা টাকা চাওয়ার জ’ন্য বাড়িতে যান। পরে কথা-কা’টাকাটির একপর্যায়ে সেলিম হোসেন ও তার সঙ্গে থাকা স’ম্রাট তাদেরকে ছুরিকাঘাতে জ’খম করে। পরে স্থানীয়রা তাদের উ’দ্ধার করে যশোর জে’নারেল হাসপাতালে ভ’র্তি করে। চিকিৎসাধীন অ’বস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দি’কে কুদ্দুস মারা যান।

জ’রুরি বিভাগের চি’কিৎসক আবদুর রশিদ জা’নান, অতিরিক্ত রক্তক্ষ’রণে কুদ্দুস খানের মৃ’ত্যু হয়েছে। ম’য়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রে’রণ করা হয়েছে।

যশোর কো’তোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, হ’ত্যার সঙ্গে জড়িতদের আ’টকের জন্য পু’লিশ অভিযান শুরু ক’রেছে। এ ঘট’নায় মামলা প্রস্তুতি চলছে ব’লেও জানান তিনি।

Exit mobile version