নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরে জিডি, জব্দ হাজী সেলিমের গাড়ি (ভিডিও)

Spread the love

সংসদ সদস্য হা’জী সেলিমের গাড়ী থেকে বের হয়ে নৌ’বাহিনীর কর্মকতাকে মারধরের ঘ’টনায় ধানমণ্ডি থানায় জিডি করেন ভু’ক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লে’ফটেন্যান্ট ওয়াসিম। এসময় নৌবাহিনীর ক’য়েকজন কর্মকর্তা থানায় উ’পস্থিত ছিলেন। 

পুলিশ জানায়, নৌ’বাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলকে ধা’ক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টি’কার লাগানো হাজী সেলিমের একটি গাড়ি। এর পর নৌবাহিনীর কর্মকর্তা মো’টর সাইকেল থামান এবং নি’জের পরিচয় দেন। এসময় হাজী সে’লিমের গাড়ী থেকে নেমে দু’ই জন ব্যক্তি লেফটেন্যান্ট ওয়াসিমকে মা’রধর করে। একপর্যায়ে ওই ক’র্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন।

মারধরের কারণে লে’ফটেন্যান্ট ওয়াসিম চেহারায় বেশ আ’হত হন। সাথে থাকা তার স্ত্রী’র গায়েও হাত দেয়ার অ’ভিযোগ পাওয়া যায়। ওয়াসিম তার স্ত্রী’র বই কিনে মোটরসাইকেলে ফি’রছিলেন। গাড়ীতে হাজী সে’লিমের ছেলে ও তার নি’রাপত্তাকর্মীসহ কয়েকজন ছিলেন বলে জা’না যায়।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর ধা’নমন্ডির কলাবাগান ক্র’সিংয়ের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে লোকজন জমে গেলে সংসদ সদস্যের গাড়ি ফেলে মা’রধরকারীরা সরে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মো’টরসাইকেলটি থানায় নিয়ে যায়।

এ ঘটনায় একজন প্র’ত্যক্ষদর্শীর ভিডিও সামাজিক যোগাযোগ মা’ধ্যমে পাওয়া যায়। সেখানে লেফটেন্যান্ট ওয়াসিমের মুখে রক্ত ও আঘাতের চিহ্ণ দেখা যায়। ভিডিওটিতে দেখা ও ধা’নমণ্ডি থানার সামনে থাকা জব্দকৃত হাজী সেলিমের গা’ড়ির নম্বর দেখা যায় ঢাকা মেট্টো– ঘ ১১-৫৭৩৬। গা’ড়ী চালকেও থানা হেফাজতে নেয়া হয়েছে বলে পু’লিশের পক্ষ থেকে জানানো হয়।

সংসদ সদস্য হাজী সেলিম ওই সময় গা’ড়ীতে ছিলেননা। বেশ কয়েক বছর ধরে গলায় সমস্যা থা’কার কারণে তার কথা বলতে সমস্যা হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »