আজকের ঝলক নিউজ

বেনাপোলে ভারতীয় মোবাইলসহ দুই পাচারকারী আটক

Spread the love

ভারত থেকে পা’চার করে আনা ১৪টি মোবাইল ফো’নসহ দুই পাচারকারীকে আটক ক’রেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ স’ময় চোরাচালানি কাজে ব্য’বহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলও জব্দ ক’রা হয়।

শনি’বার (২৪ অক্টোবর) বিকালে বেনা’পোল পোর্ট থানার গাতিপাড়া গ্রাম থে’কে তাদের  আটক করা হয়। আটক’কৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রা’মের তারেক হোসেনের ছেলে তা’জমুল হোসেন (২৪) ও একই গ্রামের আফ’সার আলীর ছেলে নুরনবী (২৪)।

বেনা’পোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সু’বেদার আশরাফ হোসেন জানান, গো’পন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা মো’টরসাইকেলে করে ভার’তীয় চোরাই মোবাইলের একটি চালান নি’য়ে পুটখালী গাতিপাড়া হয়ে বেনা’পোলের দিকে যাচ্ছে।

এমন খব’রে গাতিপাড়া পা’কা রাস্তার ওপর থেকে অভি’যান চালিয়ে চারটি শাওমি রেড’মি, তিনটি রিয়েলমি, চারটি ভি’ভো ও তিনটি অপ্পো মোবাইলসহ তাদেরকে আ’টক করা হয়। এ সময় চোরাচালানি কাজে ব্যবহৃত এক’টি প্লাটিনা মোটরসাইকেল জ’ব্দ করা হয়।

আটককৃত মোবাই’লের বাজার মূল্য ২ লাখ ১০ হা’জার টাকা বলে জানায় বি’জিবি। আটক মোবাইল ও মো’টরসাইকেলসহ আসামি’দের বিরুদ্ধে চোরাচালানি মা’মলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সো’পর্দ করা হয়েছে।