ব্রহ্মপুত্র নদ থেকে ধরা পড়া এই শুশুকটি কেটে টুকরা টুকরা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরনওপাড়া গ্রামের লোকজন

চর্বির লোভে শুশুকটি কেটে টুকরা টুকরা

Spread the love

ময়মনসিংহের ঈ’শ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের যাদুয়ার চর। উপজে’লা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলে চরটি বেশ নির্জন। এই এলাকার মানুষের প্রধান জীবিকা মাছ শি’কার। কোনো কোনো স’ময় জেলেদের জালে ব’ড়সড় মাছ ধরা পড়লে মানুষের মধ্যে হৈচৈ পড়ে যায়। এর মধ্যে ঘটল ন’তুন ঘটনা। গত মঙ্গলবার জেলে’দের জালে ধরা পড়ে বড় একটি শু’শুক। এটি ধ’রা পড়ার পরই যাদুয়ার চরে উত্সুক মানু’ষের ‘ভিড় জমে যায়। কেউ কেউ ছবি তোলে। ত’বে স্থানীয়রা শুশুকটির গুরুত্ব বুঝ’তে পারেনি। তারা শু’শুকটি গ্রামে নিয়ে যায়। আর পরদিন বুধবার গ্রা’মবাসী শুশুকটি টুকরা টুকরা করে কাটে চর্বি সংগ্রহের লোভে। বিষয়টি জানাজানি হয় গ’তকাল শনিবার আন্তর্জাতিক ডল’ফিন দিবসে।

মূলত যাদুয়া’র চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এক জে’লের জালে ধরা পড়ে শুশুকটি। চা’র দিন আগে শুশুকটি ধরা পড়লেও এলাকায় তা জানাজানি হয়নি। কিন্তু গতকাল ফেসবু’কে শুশুকটি টুকরা টুকরা করার ছবি ভাই’রাল হলে ওই এলাকায় ছুটে যান প্রাণী, মৎস্য ও বন বিভা’গের লোকজন।

স্থা’নীয়রা জানায়, শুশুকটি ধরা পড়ার পর প্রচা’র করা হয়, এর চর্বি বেশ মূ’ল্যবান। এই চর্বি বিভিন্ন রো’গের মহৌষধ। আর এতে স্থানীয়রা সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত কেজিতে কি’নে নেয় শুশুকটির চর্বি। মূলত লোভে পড়েই জেলে’রা গ্রামবাসীর সহযোগিতায় শুশুকটি কেটে চ’র্বি বের করে নেয়। গতকাল শুশুকটির কাটা’কাটির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অনেককে আফসো’স করতে দেখা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তার তথ্য এলাকার কেউ এখন আর বলছে না।

গতকাল রাজী’বপুর ইউনিয়ন পরিষদের চেয়া’রম্যান এ কে এম মোদাব্বিরুল ইসলা’ম বন বিভাগের একজন ক’র্মকর্তাকে নিয়ে শুশুকটি সম্পর্কে জানতে যাদুয়ার’চরে যান। চেয়া’রম্যান জানান, এলাকার লোকজন না জেনেই শু’শুকটি কেটে ফেলেছে। এখন থেকে ওই স্থানে কঠোর নজর’ রা’খা হবে, যাতে শুশুক ধরা পড়’লে কেউ ক্ষতি করতে না পারে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »