পদ্মাসেতুতে বসেনি ৩৪তম স্প্যান,পাহারায় সেনাবাহিনী

Spread the love

দিনভর চেষ্টার পর তী’ব্র বাতাস ও আলো স্বল্পতায় পদ্মা সে’তুতে ৩৪তম স্প্যান বসানো গেল না। রোববার (২৫ অক্টোবর) কাল সকালে আবা’র শুরু হবে কাজ। এই ‘স্প্যান বসলে দৃশ্যমান হবে পুরো সেতুর ৫ কি’লোমিটারের বেশি।

 

৩৪তম স্প্যা’ন বসানোর নির্ধারিত দিন ছিল ২৫ অ’ক্টোবর। তবে সব কিছু গুছিয়ে আ’নায় একদিন আগেই স্প্যানটি তুলে ফেলার পরি’কল্পনা করা হয়। শনিবার (২৩ অক্টোবর) সকাল স্প্যা’নটি ক্রেনে তুলে ফেলা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে রওয়ানা দি’তে দেরি হয়।

শনিবার (২৪ অক্টোবর) বি’কেল ৪টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যা’ন নিয়ে নির্ধারিত পিলারের দিকে রওয়ানা হয় বিশেষায়িত ক্রেন তিয়ান ই’উ। প্রায় ২ কিলোমটার পথ পা’ড়ি দিয়ে মাঝনদীতে ৭ ও ৮ নম্বর পিলা’রের কাছে যখন ক্রেন পৌঁছে, ততক্ষণে দি’নের আলো নিভু নিভু।

বাকি আছে ক্রে’ন নোঙ্গর করার কাজ, তবু হাল ছা’ড়েন না চীনের প্রকৌশলীরা। বে’শ কয়েকবার চেষ্টার পর এক সময় আলোক স্বল্পতার কাছে হার মানেন তারা। আ’গে থেকে এ জায়গায় বসা’নো ৪ টি স্প্যানের কাছে ক্রেনসহ স্প্যা’নটি রেখে দিয়ে ঘো’ষণা আসে প্রথম দিনের মতো কাজ স্থগিত করার। রাত’ভর সেনাবাহিনীর সদস্যরা স্প্যা’নটি পা’হারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »