প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান

স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ গতকাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একযোগে ৬৪ জেলার অনূরূপ বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি, বরিশাল জেলা

শাখার উদ্যোগে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবীতে এক মানববন্ধন পরবর্তী স্মারক লিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা সভাপতি মাওঃ মোঃ বশির উল্লাহ আতাহারী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য

রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি বিভাগীয় উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদের মাল, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ মজিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মাওঃ মিজানুর রহমান, মাওঃ আবদুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ রুহুল আমিন, মূলাদী উপজেলা সভাপতি মাওঃ বেল্লাল হোসেন, মাওঃ মোসাদ্দেক বিল্লাহ সাইফি, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজালাল হাওলাদার প্রমুখ। মানববন্ধনে উপরোক্ত বক্তারা বলেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকরা দীর্ঘ ৩৪ বছর যাবত বিনা

বেতনে চাকুরী করছেন। চরম মানবিক জীবন যাপন করছেন। একই সাথে সমমান রেজিষ্ট্রি প্রাইমারী স্কুল ইতিমধ্যে জাতীয়করণ করা হয়েছে। এখন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণ সময়ের দাবী। মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন নেত্রীবৃন্দ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »