আজকের ঝলক নিউজ

যশোরের শার্শায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক-১

Spread the love

 

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারনে কাজের মেয়ে তিন মাস ধরে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার শার্শা থানায় এসে একটি অভিযোগ দেয় ভুক্তভোগী কাজের মেয়ে। পরে শার্শা থানা পুলিশ নাভারন রেল বাজার এলাকার হাজী এনামুল হকের ছেলে আবির হোসেন(২৬)কে তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের শিকার মেয়েটির ফুফু বলেন, গত তিন মাস আবির হোসেন আমার ভাইজিকে নিয়মিত ধর্ষন করে এবং তার উপরে নির্যাতন করতেন। আমার ভাইজিকে ওই বাড়ি থেকে নিয়ে আসার পর ঘটনাটি আমাকে বলে। আমি স্থানীয় মেম্বর এর সহযোগীতা নিয়ে শার্শা থানায় এসে ওসিকে ঘটনাটি খুলে বলি। পরে শার্শা থানার পুলিশ সকল কথা শুনে অফিযুক্ত আবির হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে শার্শা থানার (ওসি) বদরুল আলম বলেন, আজ সকালে ধর্ষনের শিকার এক কাজের মেয়ে থানায় এসে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে। পরে অভিযুক্ত আবির হোসেনকে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে থানায় মামলায় হয়েছে। যার মামলা নং ০৯।

Exit mobile version