আজকের ঝলক নিউজ

কারাগারের গেট থেকেই মায়ের ম’রদেহ দেখলেন পাপিয়া

Spread the love

বিশেষ ক্ষমতা আইনের মা’মলায় আ’লোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ব’ন্দি রয়েছেন। পাপিয়াকে দেখাতে তার মায়ের ম’রদেহ কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জে’লার হাসনা জাহান বিথী।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে লা’শবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের ম’রদেহ নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মায়ের ম’রদেহ দেখানো হয়। প্রায় ২০ মিনিট সময় ম’রদেহ কারাগারের গেটে ছিল।

Exit mobile version