আজকের ঝলক নিউজ

কুয়াকাটায় সমুদ্র-সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার ॥

Spread the love

 

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ কুয়াকাটায় সমুদ্র-সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার শেষ বিকেলে ঝাউ বন সংলগ্ন সমুদ্র-সৈকতে অর্ধগলিত লাশটি স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।

মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, কয়েকদিন আগে ভোলার একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মৃতদেহটি কোনো নিখোঁজ জেলের লাশ হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Exit mobile version