ইলেন ভূট্টো নমিনেশন পাওয়ায় খুশি জনগন
ইসরাত সুলতানা ইলেন ভূট্রো ঝালকাঠী-২ আসনে মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল
ঝালকাঠী প্রতিনিধি:
ঝালকাঠী-২ (নলছিটি-ঝালকাঠী সদর) আসনে ইসরাত সুলতানা ইলেন ভূট্রো মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। বুধবার বিকেলে নলছিটি উপজেলা শহরে দলীয় নেতাকর্মীরা এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, নারী কর্মী, যুব সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, “ইসরাত সুলতানা ইলেন ভূট্রো দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়ন, নারী নেতৃত্ব বিকাশ ও মানবিক কর্মকাণ্ডে নিবেদিত। তার মনোনয়ন স্থানীয় জনগণের প্রত্যাশার প্রতিফলন।”
মিছিলে অংশগ্রহণকারীরা ফুলের মালা, ব্যানার ও স্লোগানে ইলেন ভূট্রোর প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে তার বিজয় কামনা করেন।
ঝালকাঠী-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভূট্রো মনোনয়ন পাওয়ায় ২০ ইউনিয়নে আনন্দ মিছিল
ঝালকাঠী প্রতিনিধি:
ঝালকাঠী-২ (নলছিটি ও সদর উপজেলা) আসনে ইসরাত সুলতানা ইলেন ভূট্রো মনোনয়ন পাওয়ায় গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই উপজেলার মোট ২০টি ইউনিয়নে একযোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নলছিটি উপজেলার মোল্লারহাট, দপদপিয়া, সিদ্ধকাঠী, ভৈরবপাশা, ভাগারকাঠীসহ বিভিন্ন ইউনিয়নে স্থানীয় নেতা-কর্মী, নারী সংগঠক, তরুণ ভোটার ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে উল্লাস প্রকাশ করেন।
একইভাবে ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী, গাবখান-ধানসিঁড়ি, বাসন্ডা, কীর্তিপাশা, শেওড়াবুনিয়া ইউনিয়নেও আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ফুলের মালা, পতাকা ও স্লোগানে ইলেন ভূট্রোর প্রতি সমর্থন জানিয়ে তার জয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, “ইসরাত সুলতানা ইলেন ভূট্রো একজন জনপ্রিয়, সুশিক্ষিত ও মানবিক নেতৃত্ব। তার মনোনয়ন সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন।”
মিছিল শেষে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
তৃণমূলে জনপ্রিয় ইলেন ভূট্টো
দল চাইলে নির্বাচনে প্রস্তুত
https://www.youtube.com/watch?v=KY9ZFJoF1_w&list=RDKY9ZFJoF1_w&start_radio=1
