আজকের ঝলক নিউজ

মদ শেষ হয়ে যাওয়ায় হ্যান্ড স্যানিটাইজার পান করে ৭ জনের মৃত্যু

Spread the love

রাশিয়ায় পা’র্টিতে মদ শেষ হয়ে যাওয়ায় হ্যা’ন্ড স্যানিটাইজার পান ক’রে ৭ জনের মৃ’ত্যু হয়েছে। এ’ছাড়া কোমায় রয়েছেন আরও দু’ইজন। দে’শটির ইয়াকুতিয়া অঞ্চলের তা’ত্তিনস্কি জেলার তমতর গ্রামে এ ঘ’টনা ঘটেছে।

আন্তর্জাতিক সং’বাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃ’হস্পতিবার তমতর গ্রামে এক দ’ল লোক পার্টি করছিলেন। অ’নুষ্ঠানের মাঝখানে তা’দের পানীয় শেষ হয়ে যাওয়ায় হাতের কাছে থাকা ক’রোনাভাইরাস প্রতিরোধী হ্যান্ড স্যানি’টাইজার পান করেন। এতে প্রাথমিক তি’ন জন, পরে হাসপাতালে গত দুইদিনে আরও চা’রজনের মৃ’ত্যু হয়। মারা যাওয়া সাতজনের মধ্যে প্র’থম তিনজনের একজন ৪১ ব’ছর বয়সী নারী। দুইজনের বয়’স ২৭ এবং ৫৯ বছর।

এ অ’বস্থায় অসুস্থ বাকি ছয়জনকে হেলি’কপ্টারে করে হাসপাতালে আনা হয়। এর ম’ধ্যে শুক্রবার আরও তিনজনের মৃ’ত্যু হয়। যাদের ব’য়স ২৮, ৩২ এবং ৬৯। আর শ’নিবার অপর ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স জা’না যায়নি।

এ বি’ষয়ে রাষ্ট্রীয় আঞ্চলিক প্র’সিকিউটর বলেন, স্যানিটাইজার পাণের কারণে বিষ’ক্রিয়ায় তাদের মৃ’ত্যু হয়েছে। তারা যা পান ক’রেছেন তাতে ৬৯ শতাংশ মি’থানল ছিল, যা করোনা মহামারির সময়ে হ্যান্ড স্যা’নিটাইজার হিসেবে বিক্রি করা হয়।

Exit mobile version