‘আদর্শিক’ লড়াই শুরু করার আহ্বান ফ্রান্সের প্রধানমন্ত্রীর

Spread the love

ফ্রান্সের প্র’ধানমন্ত্রী জেন ক্যাসটেক্স, ইস’লামের ‘উগ্রপন্থা’ ফ্রান্সে’র শত্রু বলে আ’খ্যায়িত করেছেন। রোববার ফ্রান্সের টিএফ ওয়ান চ্যানেলকে দেয়া এক সা’ক্ষাতকারে তিনি ব’লেন, ‘এক শত্রু ফ্রা’ন্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই শ’ত্রুর নাম রয়েছে এবং আ’মরা তা জানি।’

এ সময় জে’ন ক্যাসটেক্স বলেন, ‘সেই শত্রু’র নাম ইসলামের ‘চরমপন্থা’। তা’রা আমাদের বিরুদ্ধে দাঁ’ড়িয়ে যুদ্ধ করতে চায়।’

এ সময় তিনি বলেন, ‘ফ্রা’ন্সকে অবশ্যই ইসলামের চ’রমপন্থার বিরুদ্ধে আদর্শিক ল’ড়াই শুরু করতে হবে। তার ম’তে, এই ‘শত্রু’ ফরাসিদের মধ্যে ঘৃ’ণা ও সহিংসতা ছড়ি’য়ে ফরাসিদের বিভক্ত করতে চে’ষ্টা করছে, সেই সঙ্গে সমা’জে বিভক্ত করতে চায়।’

ক্যাসটেক্স বলেন, ‘এই ল’ড়াইয়ে জিততে হলে ফরাসি স’মাজকে ঐক্যবদ্ধ থেকে তার প’রিচয়, স্বাধীনতা এবং প্র’জাতন্ত্রের ব্যবস্থা নি’য়ে গর্বিত হও’য়া উচিত।’

সে’ই সঙ্গে ইসলামে’র চরমপন্থা রুখতে ‘ফ্রা’ন্সের আইন আরও শ’ক্তিশালী হওয়া উচিত বলে দা’বি করেছেন তিনি।

সূত্রঃ- আল জাজিরা আরবি/উইওন



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »