অনলাইনে অর্ডার করা খাবার পৌঁছে দিলেন পুলিশকর্মী

Spread the love

অনলাইনে খাবার অ’র্ডার করেছিলেন ইংল্যান্ডের এক নাগরিক। কি’ন্তু ডেলিভারি বয় না, খাবার পৌঁছে দিলেন পু’লিশকর্মী।

জানা গেল, রা’স্তায় ওই পুলিশকর্মীর মুখোমুখি হয়েছিলেন ‌ডে’লিভারি বয়। রাস্তার বিধি লঙ্ঘন করতে দেখে ডে’লিভারি বয়কে গ্রেফতার করেন তিনি। তারপর ডে’লিভারি বয়ের কাজটি তিনিই নি’জে হাতে করে দিলেন। ঘটনাটি জানার পর মু’গ্ধ নেটিজেনরা।

কাবাব অর্ডা’র করেছিলেন ইংল্যান্ডের উ’ডলির বাসিন্দা। কিন্তু রেস্টুরেন্ট থেকে খ’দ্দেরের বাড়ি যাওয়ার প’থে ডেলিভারি বয়কে রাস্তায় আটক করেন এক পু’লিশকর্মী। দেখা যায়, তার কা’ছে না আছে লাইসেন্স, না আছে বিমা। গাড়ির টা’য়ারও ঠিক অবস্থায় ছিল না। এবং তিনি মা’দকাসক্ত ছিলেন।

তার গা’ড়িটিও বাজেয়াপ্ত করা হ’য়। তারপর পুলিশের চো’খে পড়ে গাড়ির ভেতরে এ’কটা খাবারের প্যা’কেট। তাতে না’ম ও ঠিকানাও রয়েছে। সেই পু’লিশকর্মী তারপর নিজে হাতে খাবার পৌঁ’ছে দিলেন  খাবারের অর্ডার করা ওই ব্য’ক্তির হাতে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »