আজকের ঝলক নিউজ

দ্বিতীয় যুদ্ধবিরতিও ব্যর্থ: ফের মস্কোয় আজারবাইজান-আর্মেনিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী

Spread the love

আজারবাইজান ও আ’র্মেনিয়ার মধ্যকার দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্য’র্থ হয়েছে। তবে সংঘাত বন্ধে কূটনৈ’তিক প্রচেষ্টা অব্যাহত আছে। এর অংশ হি’সেবে আজারবাইজান ও আ’র্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কো সফ’রে গেছেন।

একই বি’ষয় নিয়ে দুপক্ষ ওয়াশিংটনে মার্কিন পর’রাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠ’ক করবে। এর কয়েকদিন আ’গে মস্কোয় গেলেন তা’রা। নাগার্নো-কা’রাবাখের সংঘাত এরইমধ্যে চতুর্থ স’প্তাহে গড়িয়েছে।

রাশি’য়ার সঙ্গে পরামর্শ করার জন্য আ’জারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জে’ইহুন বাইরামভ আজ (বুধবার) মস্কো’য় পৌঁছেছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এদিকে, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কারাবাখ পরিস্থিতি ও ‘যুদ্ধবিরতি কার্যকর ক’রার বিষয় নিয়ে আলোচনা ক’রার জন্য মস্কো যা’চ্ছেন। আর্মেনিয়ার পর’রাষ্ট্র মন্ত্রণালয়ের না’রী মুখপাত্র  আনা নাগ’দালিয়ান এ সফরের বিষয়ে বি’বৃতি দিয়েছেন।

তবে দুই ম’ন্ত্রী একসাথে ল্যাভরভের সঙ্গে আ’লোচনায় বসবেন নাকি আলাদা’ভাবে কথা বলবেন তা পরি’ষ্কার নয়। আ’গামী শুক্রবার আর্মে’নিয়া ও আজারবাইজানের এ দু’ই মন্ত্রী ওয়াশিংটনে মা’র্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক প’ম্পেওর সঙ্গে বৈঠকে ব’সবেন বলে কথা র’য়েছে।