ভারতের মহারাষ্ট্রে ভবনধসে নিহত ১০, আটকা পড়েছেন অনেকেই

সেপ্টেম্বর ২১ ২০২০, ১১:৩৬

Spread the love

ভারতের মহারাষ্ট্রে ভবনধসে নিহত ১০, আটকা পড়েছেন অনেকেই

আজকের ঝলক নিউজ: অনলাইন সংস্করণ

ভারতের মহারাষ্ট্রে সোমবার ভোরে একটি তিনতলা ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। ভেঙেপড়া ভবনটিতে আটকা পড়ে আছেন অনেকেই।

সোমবার ভোররাত ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ওই তিনতলা বাড়িটি ভেঙে পড়ে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

বিপর্যস্ত ঐ ভবনের হতাহতদের উদ্ধারকাজে নেমেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর একটি দল।

দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। ইতিমধ্যে ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের মতো আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা।

থানেপুর কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, ভিয়ান্ডিতে ভবনধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

৪০ বছরের পুরনো ঐ ভবনটিতে বসবাস করত
প্রায় ২০টি পরিবার।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »