আজকের ঝলক নিউজ

১ বার চার্জেই ফোন চলবে ৩ মাস!

Spread the love

মাত্র এক’বার চার্জ দিলেই মোবাইল ৩ মাস চালানো যাবে। মানে এক’বছরে মাত্র ৪ বার চার্জ দিলেই মোবা’ইল চলবে পুরো এক বছর। এবার এমন প্রযু’ক্তিই সামনে আন’লেন মার্কিন গবে’ষকদের দল।

সম্প্রতি ‘ম্যাগ’নেটো’ইলেক্ট্রিক মাল্টি’ফেরোইক’ নামের নতুন উপক’রণ আবি’ষ্কার করেছেন মিশি’গান এবং করনেল বিশ্ব’বিদ্যালয়ের গবে’ষকরা। ওই উপ’করণ ব্যাটা’রিকে বেশি শক্তি’শালী করবে। উপক’রণটি একটি পাতলা পোলার ফিল্ম যা সরু এনা’র্জি পাল’সের মাধ্যমে পজি’টিভ এবং নেগে’টিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে।
নতুন এ উপক’রণটি কম্পি’উটারকে শক্তি’র উত্থান পরি’চালনার সুযোগ সৃষ্টি করে দেবে।

ম্যাগ’নেটো’ইলেক্ট্রিক মাল্টি’ফেরো’ইকযুক্ত ব্যাটারি ২০৩০ সালে বাজারে আসবে বলে জানি’য়েছেন মার্কিন গবে’ষকরা। ওই মোবা’ইলে পরি’বেশের ক্ষতি কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। মোবা’ইল’ফোনও ১০০ শ’তাংশ কম শ’ক্তিতে চলবে।