আজকের ঝলক নিউজ

ফ্রি “করোনা ইন্স্যুরেন্স” রেজিস্ট্রেশন করুন খুব সহজে

সহযোগিতায় : ইউকেএইড
Spread the love

 

রেজিস্ট্রেশন করলে মিলবে যেসকল সুবিধ : রেজিস্ট্রেশন এর ৬০ দিন এর মধ্যে এই প্যাকেজ এর সদস্য,করোনা ভাইরাস সংক্রান্ত কারনে:​

জেনে নিন কিভাবে সহজেই ফ্রি “করোনা ইন্স্যুরেন্স”এ রেজিস্ট্রেশন করা যায় :

পদ্ধতি ১ . আপনার মোবাইল নম্বরটি ইমেইল করে পাঠান : claim@dh.health  এই ঠিকানায়

পদ্ধতি ২: লগ ইন করুন https://care.dh.health/insurance এই ঠিকানায় খুব সহজে হয়ে যাবে রেজিস্ট্রেশন । আপনার মোবাইল নম্বর দিলে ৭টি সহজ প্রশ্নের উত্তর বাংলায় ক্লিক করতে হবে এর পরে ৮ নম্বরে দিতে হবে নাম ঠিকানা । যেমন:

১. আপনার বয়স কত?

২. আপনার কি জ্বর / কাশি / গলাব্যথা আছে?

পূর্বে ছিলো না কিন্তু গত কিছুদিন যাবত জ্বর / কাশি / গলাব্যাথাতে ভুগছেন অথবা কাশি আগে থেকেই ছিলো কিন্তু এখন বেড়ে গিয়েছে।

৩. আপনার কি শ্বাসকষ্ট আছে বা শ্বাস নিতে বা ফেলতে কষ্ট হচ্ছে?

অর্থাৎ স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে শ্বাস নিতে হচ্ছে বা শ্বাস নিতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন।

৪. আপনি কি বিগত ১৪ দিনের ভিতরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এরকম কোন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন?

সংস্পর্শ, একই স্থানে অবস্থান বা ভ্রমন।

৫.  বিগত ১৪ দিনে জ্বর, কাশি, শ্বাসকষ্ট আছে এমন কারো সংস্পর্শে কি আপনি এসেছিলেন?

হতে পারে সে আপনার পরিবার সদস্য কিংবা অফিস সহকর্মী কিংবা এমন কেউ।

৬. আপনি কি নিম্নে বর্নিত কোন অসুখে ভুগছেন বা চিকিৎসা নিচ্ছেন?

যেমনঃ ডায়াবেটিস, এজমা বা হাঁপানি, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টের রোগ বা সিওপিডি, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনি রোগ, ক্যান্সার।

৭. আপনি কি একজন স্বাস্থ্যকর্মী?

ডাক্তার, নার্স, সহায়ককর্মী ইত্যাদি।

৮. নাম ঠিকানা ইত্যাদি দিন ।

খুব সহজেই হয়ে যাবে রেজিস্ট্রেশন ।