আজকের ঝলক নিউজ

বিএনপির আন্দোলন দ্বাররুদ্ধ করে প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ: কাদের

Spread the love

আজকের ঝলক

রাজনীতি ডেস্ক : বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায় কিন্তু বর্ষণ দেখা যায় না। যাবেও না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সে কথা বলেন ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন–সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা দেন সম্প্রতি। সে বিষয় ওবায়দুল কাদের বলেন বিএনপির আন্দোলন দ্বাররুদ্ধ করে প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ। বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ। তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো ‘বিএনপির নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে থাকে। তাদের হাঁকডাক অনেক শুনেছে জনগণ। কিন্তু বাস্তবতা দেখেনি ।

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না, বিএনপি মহাসচিবের এমন কথা শুনলে জনগণ এখন হাসে। তারা কাদের নিয়ে আন্দোলন করবে?

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ।