প্রধানমন্ত্রী: আমাকে জাতীয় সংসদে যেতে মানা করেছেন

Spread the love

ঝলক নিউজ :

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেন, ‘দুই সহযোদ্ধা নাসিম ও আবদুল্লাহর মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কস্টদায়ক’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে অনেকেই তাকে জাতীয় সংসদে যেতে মানা করেছেন বলে জানিয়েছেন তিনি।  সাবেক মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।

এ সময় শেখ হাসিনা বলেন, “একটা আতঙ্ক. ভয়-ভীতি, মৃত্যু যেন সারা বিশ্বকে পেয়ে বসেছে। এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। এ ধরনের পরিবেশ আগে আমরা আর কখনোই দেখিনি। আমাকে অনেক জায়গা থেকে না আসার জন্য  বাধা দেওয়া হয়েছে। তাদের আমি বললাম হুমকি, বোমা, গ্রেনেড কত কিছুই তো মোকাবিলা করে করে এ পর্যন্ত এসেছি। এখন কী একটা অদৃশ্য ভাইরাসের ভয়ে ভীত হয়ে থাকবো?”

মহামারী করোনা সংক্রমণ আতঙ্কটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা সত্যি খুব দুঃখজনক। করোনাভাইরাসের ভীতিতে উন্নত দেশ, অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, অস্ত্রের দিক থেকে শক্তিশালী, অর্থের দিক থেকে শক্তিশালী অথবা হয়তো দরিদ্র রাষ্ট্র- কোনো ভেদাভেদ নেই। করোনাভাইরাসের ভয় ও আতঙ্কে সব যেন এক হয়ে গেছে, সব জায়গায় একই অবস্থা’’

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যেন সচল থাকে সেজন্য ব্যবস্থা নিয়েছি। আমরা একটা বাজেটও দিতে সক্ষম হয়েছি। এ কাজগুলো যখন করছি সেটা এক ধরনের যুদ্ধ।”



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »