‘আমার শ’খানেক বিয়ে হয়ে গেছে, এখন কী করবো?’

Spread the love

মূলত ছোট পর্দার অভি’নেত্রী শবনম ফারিয়া। তবে, ছোটপর্দার পা’শাপাশি বড়পর্দায় অভিনয় করেও সবার নজর কেড়েছেন তিনি। ‘দেবী’ নামের সিনেমায় অভি’নয় করে পেয়েছেন বাচ’সাস পুরস্কার। অভিনয় করেতে গিয়ে তাকে বিভিন্ন চরিত্রে রূপায়ন করতে হয়েছে। বউ হ’য়ে বিয়ের পিঁড়িতেও বসতে হয়েছে অ’সংখ্যবার।

সম্প্রতি নাট’ক-সিনেমায় কাল্পনিক বিয়েতে ‘কবুল’ উচ্চা’রণ বন্ধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সু’প্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। জন’স্বার্থে এ নোটিশ পাঠান তিনি।

এমন লি’গ্যাল নোটিশের খবরে বিস্মিত এই অ’ভিনেত্রী। তিনি তার ফে’সবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘এখ’ন আমি কি করবো? আমার যে শ’ খানেক বিয়ে অলরে’ডি হয়ে গেছে!  আমার কি হ’বে?  টেনশনে সারা’রাত ঘুমাতে পা’রি নাই…।’

ফারি’য়ার এই স্ট্যাটাসে তার সঙ্গে সুর মি’লিয়েছেন আরেক জন’প্রিয় অভিনেত্রী আজমে’রী হক বাঁধন। তিনি ক’মেন্টেসে লিখেছেন, ‘আ’মারও একি অবস্থা! আমার চে’হারা বউ বউ বলে আমাকে সব না’টকে বিয়ে দিয়েছে! আ’মার কি হবে!’

নোটিশে বলা হয়েছে- ‘বাং’লাদেশে বিভিন্ন সিনেমা, নাটক এবং ভি’ডিওর বিভিন্ন দৃশ্যে বিয়ের দৃ’শ্যায়নে মুসলিম অভিনেতা ও অভিনেত্রীরা বিয়ের আনুষ্ঠানিকতা পূরণসহ ‘কবুল’ শব্দ উচ্চা’রণ করে থাকেন। যার মাধ্যমে ওই মু’সলিম অভিনেতা ও অভিনেত্রীরা মুসলিম আইন (শরি’য়ত) অনুযায়ী স্বামী-স্ত্রী হিসে’বে গণ্য হবেন। তাই মুসলিম আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে সরাসরি মুসলিম আইন (শরি’য়ত) প্রয়োগ হ’বে। এখানে অভিনয়ের যু’ক্তিতে এই বিয়েকে অ’স্বীকার করা যাবে না। কারণ অভিনয়ের মধ্যে কে’উ মিষ্টি খেলে সে যেমন মি’ষ্টির স্বাদ অনুভব করবে। অপরদিকে অভি’নয়ের মধ্যে কেউ বিষ খেলে সে বিষক্রিয়ায় আক্রা’ন্ত হবে।’

নোটি’শ পাওয়ার ৩ দিনের মধ্যে সি’নেমা, নাটকের বিয়ের দৃশ্যা’য়নে ‘কবুল’ শব্দ উ’চ্চারণে নিষেধাজ্ঞা জারি ক’রতে প্রয়োজনীয় পদক্ষেপ নেও’য়ার অনুরোধ জানানো হয়ে’ছে। অন্যথায় প্রতিকার চেয়ে হা’ইকোর্টে রিট দায়ের করা হবে বলে আ’ইনজীবী জানান।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »