আজকের ঝলক নিউজ

নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?

Spread the love

# মা’দককা’ণ্ডে বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোনের বি’রুদ্ধে ত’দন্তের প্রতিবাদ জানিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। তিনি নায়িকাদের কাঠগড়ায় নেয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, নায়িকারা মা’দকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা। ভা’রতীয় পত্রিকায় সাক্ষাৎকারে মিমি বলেন, কোনো মে’য়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়, সুন্দরী হয়, অ’ভিনেত্রী হয় তাকে সবাই দেখতে চাইবে।এখন মা’দকযোগে এনসিবি শুধু অ’ভিনেত্রীদের ডেকে পাঠাল? ছে’লেরা কি ধোয়া তুলসীপাতা?

# বলিউডের পিতৃতন্ত্রের কড়া প্রতিবাদ জানিয়ে মিমি আরও বলেন, ‘বলিউডে নায়িকারাই শুধু মা’দকাসক্ত! পুরুষেরা কী’ করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাঁদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ‘ভগবান ওদের রক্ষা কর?’

# টালিউড অ’ভিনেত্রী মিমি বলিউড নায়িকাদের পক্ষ নিয়ে বলেন, আমি জানি একজন মে’য়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে ল’ড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ও নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমা’র খুব খা’রাপ লাগছে!

# দীপিকার কথা বলতে গিয়ে মিমি জানান, মা’দককা’ণ্ড নিয়ে ত’দন্ত যদি করতেই হয় তা হলে আইনত হোক। বেছে, বেছে অ’ভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন। তার কথায়, সুশান্তের মৃ’ত্যুর পরেই সবাই জানল বলিউডে মা’দক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনো কথা তো ওঠেনি!কেন? এমন প্রশ্ন রাখেন পশ্চিমবঙ্গের এই সংসদ সদস্য।

Exit mobile version