আজকের ঝলক নিউজ

সুধু সাংবাদিকতা নিয়ে নয় পরিচালক হিসাবে থাকতে চাই, তুষার ইমরান

Spread the love

প্রবাহবার্তা আহমেদ সাব্বির রোমিও:”আমি ঠিক বুঝেছি” শিরনামের একটি গানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেন বিনোদন সাংবাদিক তুষার ইমরান। আহম্মেদ হুমায়ুন এর কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন গীতিকার নিজেই।

 

 

রোমান্টিক এই গানটির শুটিং করা হয়েছে বরিশালের বিভিন্ন মনোরম লোকেশনে। টিজি ফিল্মস বিডি এর ব্যানারে নির্মিত “আমি ঠিক বুঝেছি” গানটির প্রযোজনা করেছেন মাহমুদা মাহি।
অনন্যা অনু নিবেদিত এই মিউজিক্যাল ফিল্মটিতে পরিচালক তুষার ইমরান ত্রিভুজ প্রেমের গল্প ফুটিয়ে তোলার চেস্টা করেছেন।
তুষার ইমরান বলেন, “এই মিউজিক ভিডিওটি আমার জীবনের প্রথম পরিচালিত একটি কাজ, এই কাজটির জন্য আমি সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাবো আমার গুরু এ আল মামুন ভাইয়াকে, তার সহযোগিতা না থাকলে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব ছিলনা।

আমি দীর্ঘ দিন মিডিয়ার সাথে থাকলেও নিজেকে প্রকাশ করিনি। কারণ একটাই শিখতে ছিলাম জানতে ছিলাম। এই মিউজিক ভিডিওটা করেছি নিজেকে নিজের কাছে পরীক্ষা করার জন্য।

এখন মিউজিক ভিডিওটি দর্শক ভালোভাবে গ্রহন করলে আমাদের চেষ্টা সার্থক হবে।”
“আমি ঠিক বুঝেছি” গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন আবির, সুমনা, জয় ও দিনা।
মিউজিক ভিডিওটি টিজি আনন্দ টিভির (TG Ananda TV) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

Exit mobile version