চরফ্যাশনে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন জসিম সরমান নির্বাচনী এক মতবিনিময় সভার আয়োজন করেন।
শুক্রবার (৫মার্চ) বিকাল ৫টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রথম ধাপের আসন্ন ১১এপ্রিলের অনুষ্ঠিতব্য এ ইউপি নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন তিনি।
ছাত্রলীগ যুবলীগসহ বিভিন্ন সংগঠনের মিছিল ও স্লোগানে মুখরিত এ মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা আবদুল গনি মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, চরফ্যাশন অতিরিক্ত জেলা জজ আদালতের জিপি এডভোকেট আমিনুল ইসলাম সরমান,চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন সরমানসহ ছাত্রলীগ যুবলীগ ও শ্রমীকলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় মাদ্রাজ ইউপি নির্বাচনে জয়লাভ করলে মাদক ও সন্ত্রাস মুক্তসহ এলাকার জন সাধারনের জীবনমানের উন্নয়ন ও মাদ্রাজ ইউনিয়নকে আরও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন এ প্রার্থী।