আজকের ঝলক নিউজ

এমন সৎ বাংলাদেশী প্রবাসীদের জন্য গর্বিত

Spread the love
ইতালির রোম শহরে একজন বাংলাদেশী একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে স্থানীয় পুলিশ স্টেশনে জমা করেন, এই মানিব্যাগ-টি একজন ইতালিয়ান ব্যবসায়ীর ছিল, মানিব্যাগের ভেতর নগদ ২০০০ ইউরো, ব্যাংক কার্ডসহ ড্রাইভিং লাইসেন্স ও ঐ ব্যক্তির আইডি কার্ড ছিল।
পুলিশ কুড়িয়ে পাওয়া মানিব্যাগ প্রকৃত মালিককে প্রদান করে এবং উক্ত ব্যক্তি রাসেল নামের ঐ বাংলাদেশি যুবককে পুরষ্কৃত করতে চাইলে রাসেল কোন পুরষ্কার নেননি, তিনি বলেন সততা তাঁর পারিবারিক শিক্ষা, আর তিনি মানিব্যাগ একটি বারের জন্য খুলেও দেখেন নি।
আমরা এমন সৎ বাংলাদেশী প্রবাসীদের জন্য গর্বিত!
এভাবেই দেশের সন্তানরা বিদেশের বুকে দেশের সুনাম আনে ।