আজকের ঝলক নিউজ

করোনা কবিতা

Spread the love

চাই পরিত্রাণ

কবি : আমিরুজ্জামান

চারদিকে আতঙ্ক
ভুলে দুনিয়ার রঙ্গ,
পথে, মাঠে নির্জন একাকী লোক,
চলছে হাহাকার, অনাহারী প্রিয়হারার শোক।
দেশে নাকি দুঃসময়,
যাচ্ছে পাওয়া দূর্ভিক্ষের ঘ্রাণ,
আমি ভাবছি উৎসব বুঝি,
চারদিকে ত্রাণ আর ত্রাণ!!
নইলে কি আর আমরা সবাই,
করছি হানাহানি!!
ঠান্ডা হওয়ার নাইতো সময়,
ক্যামনে হারটা মানি??
আছি জ্ঞানী, আছি মানি,
আছি আমি বোকা!!
কারোর কি সাধ্যে কম
সবাইতো আপন ক্রোধে পায় ধোকা??
আগুনেতে আগুন লেগে
হচ্ছে সবই কালো,
এমন নেতা আসবে কবে
যে ছড়াবে আলো!!
ভাগের হাতে নেতা মোদের
করছেন স্বার্থের ভাগাভাগি।
দূর্লভ তো দেখা পাওয়া সত্যি নেতার,
যেজন স্বার্থ ত্যাগি।
শাসনেতে হবেন রাগী ,
আবার সবার দুঃখে দুঃখী।
বেলা শেষে সন্ধ্যে বেলা
শূন্য হাতে ফেরা।
দিনের আলোয় অজানা স্বপ্নে মনটা ঘেরা।
পথের শেষে সবাই ক্লান্ত
অল্পপ্রাণ, মহাপ্রাণ।
সব হারিয়ে সবার চাওয়া
শুধুই পরিত্রাণ।