দূর্বিনীত বেকারত্ব। মাসুম বিল্লাহ্

Spread the love

দূর্বিনীত বেকারত্ব:
মাসুম বিল্লাহ্

ধেয়ে আসছে বেকারত্বের অশনিসংকেত,
অলস শ্রমের মূল্য অদ্যাবধি চারশত লাশ!
আতংকিত শ্রমিকের নিষ্ফল দিনাতিপাত,
অনাগত ভবিষ্যতের শংকায় প্রচন্ড হতাশ ৷

সঞ্চিত ধনসম্পদের চর্বিত প্রসব,
দুর্ভিক্ষের পদধ্বনি, মলিন মুখের কলরব৷
নিঃশব্দ নিশিথে দুঃস্বপ্নের অবয়ব,
অস্তিত্বের আস্তিনে দুঃসহ যাতনার পেলব৷

অজানা শংকায় প্রেয়সীর মুখাবয়ব দর্শন,
পরিবার সন্তানাদি পানে হাহাকার৷
ভেবোনা এ হতাশার প্রকাশ শুধুই অকারণ,
বেকারত্বের যাতনা কে আছো সইবার?

নিত্যদিনের বাজার, ছেলেদের স্কুলের টিউশন,
বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, নানাবিধ সামাজিক কর্তন৷
মস্তিস্কে সৃষ্ট ঘনিভূত ঘূর্ণাবর্তের সাইক্লোন,
আমি অসহায়, নিস্পলক হয়ে যাই নিষ্প্রাণ৷

দূর্বিনীত বেকারত্বের যাতনা পারবনা আমি সইতে,
খেয়ে আমি লড়তে চাই, না খেয়ে চাইনা মরতে৷

লেখক; মো: মাসুম লিল্লাহ।
বরিশালে একটি বেসরকারি হাসপাতালে ল্যাবরেটরিতে কর্মরত।
22/05/2020



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »