আজকের ঝলক নিউজ

এক বেঞ্চে একজন বসিয়ে এ বছরেই এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

Spread the love

আজকের ঝলক : আগামী ২৪ সেপ্টেম্বর আন্ত শিক্ষা বোর্ডের সভা ডাকা হয়েছে। করোনাকালে এটিই শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সরাসরি প্রথম সভা। সেখানে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে পরিকল্পনা এবং জেএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন। যেহেতু এবার জেএসসি পরীক্ষা হচ্ছে না তাই কিভাবে এসব শিক্ষার্থী নবম শ্রেণিতে উন্নীত হবে, সে ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জানাগেছে শিগগিরই এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব না;হলে আগামী দিনে অ;ন্যান্য পাবলিক পরীক্ষাও আনু;পাতিক হারে পেছাতে হবে। যদি এইচএসসি পরীক্ষা গ্রহণে আরো দেরি হয়, তাহলে উচ্চশিক্ষায় সেশনজট দীর্ঘ হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও চলতি ব;ছরের মধ্যেই এইচএসসি পরীক্ষা শে;ষ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। করোনা পরিস্থিতির আ;রো কিছুটা উন্নতি হলে আগামী নভেম্বরেই এই পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে।

# আগামী ২৪ সেপ্টেম্বর আন্ত শিক্ষা বোর্ডের নিয়মিত বৈঠক। তবে অ;নেক দিন পর সরাসরি সভা হচ্ছে, যেখানে বোর্ড চেয়ারম্যানরা থাকবেন। এইচএসসি পরীক্ষার ব্যা;পারে অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘আমরা এখনো আ;গের অবস্থানেই আছি। শিক্ষা;প্রতিষ্ঠান খোলার অন্তত ১৫ দিন পরে এই পরী;ক্ষা নেওয়া হতে পারে। তবে এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।

প্রাথমি;ক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত পাঠ পরিক;ল্পনা প্রকাশ থেকেও শিক্ষা;প্রতিষ্ঠানের ছুটি বা;ড়ার ইঙ্গিত পাওয়া যায়। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রাথমি;ক শিক্ষা একাডেমি (নেপ) আগামী ১ নভেম্বর থেকে ৩৯ দিনে;র জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণির সংক্ষি;প্ত পাঠ পরি;কল্পনা প্রকাশ করে;ছে।