সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্ক এটিএম বুথ
নভেম্বর ২২ ২০২০, ১২:৩৯
সাইবার হামলার আ’শঙ্কায় ঝুঁকি এড়াতে রাতে বন্ধ থা’কছে কিছু ব্যাংকের এটিএম বুথ। গ্রা’হকদের বুথ ব্যবহারে স’ন্দেহজনক গতিবিধির বিষয়ে স’তর্ক থাকার নির্দেশনা দে’য়া হয়েছে বলে জানান বু’থের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা।
রা’ত যত গভীর হয় ঢাকা ততো ফাঁকা হয়। নি’রব ঢাকায় জরুরি প্রয়োজনে গ্রাহকদের সে’বায় জেগে থাকে ব্যাংকের এটিএম বুথ’গুলো। রাতের এই নিরবতায় আতঙ্কের খব’র ছড়িয়েছে সাইবার হামলা। এ’মন শঙ্কায় ফের সতর্কতা জারি করেছে সর’কার। এরই ম’ধ্যে দু’একটি ব্যাংকের এটিএম বুথ রা’তে বন্ধ রাখা শুরু হয়েছে। কো’নো ব্যাংকের বুথ খোলা থাকলেও নির্দিষ্ট সময় পর রাতে টা’কা উত্তোলন বন্ধ থাকছে।
দায়ি’ত্বরতরা জানান, অনেক বু’থের সার্ভার বন্ধ রাখা হয় রাত ১১টা’র থেকে।
বেশিরভাগ এ’টিএম বুথ ২৪ ঘণ্টা খোলা থাকলেও, সন্দেহজনক গ’তিবিধির বিষয়ে সর্তক থাকতে সং’শ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ব্যাংক ক’র্তৃপক্ষ; এমনটাই জানালেন বুথের দা’য়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা।
তারা জানান, অ’তিরিক্ত সময় নিয়ে কেউ বুথের ভে’তর অবস্থান করলে তা নজরদারি করা ও ক’র্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
জানা গে’ছে, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ সাইবার হামলা ক’রতে পারে এমন আশঙ্কা থেকে ব্যাংকগুলোকে স’তর্ক থাকতে একটি চিঠি দি’য়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালে বাং’লাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উ’ত্তর কোরিয়ার হ্যা’কার গ্রুপ ‘বিগল বয়েজ’ জ’ড়িত থাকার প্রমাণ মিলেছে।