আজকের ঝলক নিউজ

চরফ্যাশনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ জন আটক-জরিমানা।

Spread the love

ভ্রাম্যমান আদালতের অভিযানে চরফ্যাশন হাসপাতাল রোড থেকে রোগী ধরার চার দালালকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬সেপ্টেম্বর) দুপুরে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় হাসপাতাল রোড থেকে রোগী ধরার দালাল চক্রের এ সদস্যদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের কার্যালয়ে প্রত্যেকের ৫হাজার টাকা করে ২৫হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এরা হলেন,ঔষধের দোকানের দালাল,শান্ত (২০),সজিব (২০) এ্যম্বুলেন্স ড্রাইভার মিজান (২৬) ও নিরব (২৮)।
এদিকে চরফ্যাশনের আমদানী রপ্তানি বাজার জ্যাকব এ্যভিনিউতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পেঁয়াজের মূল্য বেশি রাখা ও পেঁয়াজ আমদানির রশিদ দেখাতে না পাড়ায় মেসার্স কবির এন্ড ব্রাদার্সকে ৫হাজার, মূল্য তালিকা না থাকায় ভাই ভাই বানিজ্যালয়কে ৩হাজার,ইব্রাহীম এন্ড ব্রাদার্সকে ৪হাজারসহ অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি করায় আরও দুই জনকে ৪হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদলত। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসসহ অন্যান্যরা।