আজকের ঝলক নিউজ

মেঘনার মোহনায় চরফ্যাশনের ১০ জেলে অপহরণে মুক্তিপণ চায় জলদস্যুরা!

Spread the love

মেঘনার মোহনায় চরফ্যাশনের ১০ জেলে অপহরণে মুক্তিপণ চায় জলদস্যুরা!

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মেঘনা নদীর গভীর মোহনা থেকে ১০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। মঙ্গলবার (৬জানুয়ারি) সকালে এমন খবর দেন চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটের মাঝি শাহ আলম ও কামাল হোসেনসহ কয়েক জেলে। খবর পেয়ে মেঘনা উপকূলের সামরাজ মৎস্যঘাটে গেলে শাহ আলম জানান, গত সোমবার রাতে মৎস্য শিকারে যাওয়া স্থানিয় ৮টি নৌকাসহ ১০ জেলেকে দস্যুরা অপহরণ করে। প্রত্যেকের পরিবার ও স্বজনদের কাছে জনপ্রতি জেলের জন্য ৮০হাজার টাকা করে মুক্তিপণ দাবী করছে দস্যুরা।

এসময় কামাল মাঝি বলেন, মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্যঘাট,হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুগাছিঁয়া ও জাহানপুর ইউনিয়নের পাঁচকপাট এলাকার ৮টি নৌকাসহ ১০ জেলে মেঘনা নদীতে মৎস্য শিকারে যায়। এসময় অপর ট্রলার থেকে দস্যুরা এসে তাদের জিম্মি করে এ অপহরণ ও মুক্তিপণ দাবী করছে বলে অপহৃত জেলে পরিবারের পক্ষ থেকে কামাল মাঝি দাবী করেন। এমন ঘটনায় দু’দিন পার হলেও থানাপুলিশের ভূমীকা নিয়ে প্রশ্ন উঠলে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন পুলিশ বিষয়টি শুনেছে। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্তা প্রেরক
এআর সোহেব চৌধুরী
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি