নাটোরে আ’লীগ নেতা আয়নাল হত্যা মামলায় ২ জনরে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন আদালত।

সেপ্টেম্বর ২২ ২০২০, ১০:১৩

Spread the love

নাটোরের বড়াইগ্রাম উপজলো আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকি এ রায় ঘোষণা করনে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তোরাব আলী ও শামীম।
মামলায় মোট ১৭ আসামির মধ্যে প্রধান আসামি তৎকালীন উপজেলা বিএনপির সভাপতিসহ চারজনরে মৃত্যু হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেয়া হয়। অবশিষ্ট ১৩ জনের মধ্যে ১১ জনের উপস্থিতিতে কিচারক রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত দুজন পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালরে ২৮ মার্চ সন্ধ্যায় বনপাড়া বাজারে যুবদল নেত আলিম মোল্লাকে হত্যা করা হয়। এর জের ধরে ওই রাতেই আয়নাল হককে তার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করা হয়। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার ছেলের বউ নাজমা জাকির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »