আজকের ঝলক নিউজ

সংক্ষেপে বাল্যবিবাহ আইন-মোঃ জহিরুল ইসলাম

Spread the love

আজকের ঝলক আইন-আদালত ডেস্ক :

গল্পে গল্পে ছোট করে আইন শিখি আজকের বিষয় : বাল্যবিবাহ 

বাল্যবিবাহ কী ? ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের কম বয়সে বিবাহকে বলা হয় বাল্যবিবাহ, যা আইনত অপরাধ।

বাল্যবিবাহের শাস্তি: বাল্যবিবাহ নিরোধ আইন (খসড়া-২০১৪) অনুযায়ী বাল্যবিবাহের সাথে যুক্ত ব্যক্তির (উভয় পক্ষের অভিভাবক/ আত্মীয়-স্বজন, ঘটক, মৌলভী, বিবাহ নিবন্ধক/কাজী এবং বর) ২ বছরের কারাদন্ড ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়: কোথাও বাল্যবিবাহ হচ্ছে জানতে পারলে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এছাড়া হট লাইনে কল করতে পারেন ৯৯৯ অথবা ১০৯৮ এই নম্বরে । জেনে রাখবেন এই নম্বর দুটোতে কল করতে টাকা দরকার হয়না ।

বাল্য বিবাহ কেন প্রতিরোধ করতে হবে ?:  এর ফলে মা ও শিশু উভয়েরই স্বাস্থ্যহানী/মৃত্যর ঝুঁকি বেড়ে যায়, পারিবারিক জীবনে অশান্তি, দাম্পত্য কলহ, বিকলাঙ্গ শিশুর জন্ম এবং বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যায়।

মোঃ জহিরুল ইসলাম, এলএলবি