আবারও অতিথি পাখির কলকাকলিতে মুখর বরিশালের দুর্গা সাগর

Spread the love

প্রায় ১ যুগ পর আবার অ’তিথি পাখি এসেছে বরিশালের আ’ড়াই’শ বছরের ঐতিহ্যবাহী দু’র্গাসাগর দিঘিতে। শীতকালীন অ’তিথি পাখির কিচির-মিচি’র শব্দে মুখরিত দুর্গাসাগর। চা’রিদিকে সবুজে ঘেরা এই দি’ঘি দেখতে আসা দর্শ’নার্থীরাও। মুগ্ধ অতিথি পা’খির বিচরণে। তা’রা দিঘিকে আরও পা’খি বান্ধব করার দাবি জা’নিয়েছেন।

অতিথি পাখির স্থায়ী বিচ’রণের জন্য দুর্গা সাগরে পাখি বা’ন্ধব পরিবেশ নিশ্চিত ক’রার তাগিদ দিয়েছেন বি’শেষজ্ঞরা। দুর্গা সাগরকে অতিথি পা’খির অভয়াশ্রম করার না’না পদক্ষেপের কথা জা’নিয়েছেন বরিশালের জেলা প্র’শাসক এসএম অ’জিয়র রহমান।

বরি’শাল জেলা শহর থেকে ১২ কিলোমিটার উ’ত্তর-পশ্চিমে মাধবপাশা এ’লাকাটি জনসাধারণের কা’ছে অতি পরিচিত আ’ড়াই’শ বছরের ঐতি’হ্যবাহী দুর্গাসাগর দিঘি’র কারণে। আর দুর্গা সা’গরের অতীত ঐহিত্য শী’তকালীন পাখি। প্রতি বছর শীত মৌ’সুমের শুরুতে ‘শীত প্রধান বিভিন্ন দেশ থে’কে হাজার হাজার পা’খি আসে এই দিঘিতে বিচ’রণের জন্য।

কিন্তু স্থা’নীয়দের নানা উৎপাত আর সাগর তী’রের গাছপালা নিধনসহ নানাভাবে পরি’বেশ বিনষ্টের কারণে হু’মকিতে পড়ে অতিথি পাখি’র বিচরণ। ২০০৭ সালে সি’ডর পরবর্তী উদ্ধার এবং ত্রা’ণ তৎপরতার জন্য দি’নরাত দেশি-বিদেশি বি’মান আর হে’লিকপ্টারের ওঠানামার শব্দ দূষণে হা’রিয়ে যায় অতিথি পাখি। এ’রপর থেকে গত প্রায় ১ যু’গেও দুর্গা সাগরে দেখা যায়নি শী’তকালীন পাখি।

কিন্তু সা’গর তীরের গাছ-গাছালীতে পাখি বা’ন্ধব পরিবেশ সৃষ্টিসহ দিঘি’র দক্ষিণপাশে প’দ্ম  আর শাপলা সৃজন ক’রায় ১২ বছর পর এবার আ’বার ফিরে এসেছে অতিথি পাখি। প’দ্ম আর শাপলার মধ্যে ব’সে চোখের আড়াল হ’য়ে যায় পাখিগুলো। তারা সেখানে বি’ভিন্ন পোকামাকর এবং মা’ছ খায়। দিনরাত তাদের ক’লকাকলিতে দিঘি এলাকায় ১২ ব’ছর পর আবার সৃ’ষ্টি হয়েছে এক ছন্দময় পরি’বেশ। এতে মুদ্ধ-বি’মোহীত দর্শনার্থীরা। তারা’ দুর্গা সাগরকে আ’রও পাখি বান্ধব করার দা’বি জানিয়েছেন।

বরিশাল বিএ’ম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভা’গীয় প্রধান প্রফেসর মো. রফিকুল ইসলা’ম বলেন, পাখি বান্ধব পরিবেশ সৃষ্টির কার’ণে দীর্ঘ ১ যুগ পর আবার অ’তিথি পাখি এসেছে দু’র্গা সাগরে। শীতের প্রকোপ বাড়’লে অতিথি পাখির বিচরণ আ’রও বাড়বে আ’শা করেন তিনি।

জেলা প্র’শাসক এসএম অজিয়র রহ’মান বলেন, ১ যুগ পর ফিরে আ’সা পাখির অবাধ বিচরণ নি’শ্চিত করতে নানামুখী পদ’ক্ষেপ নিয়েছে জে’লা প্রশাসন। অতিথি পাখি ছা’ড়াও দুর্গা সাগরকে দেশি প্র’জাতীর পাখির অভয়াশ্রম ক’রার উদ্যোগ নেওয়া হ’য়েছে। শীতের পাখি’সহ দুর্গা সাগরের নৈসর্গিক প’রিবেশ উপভোগের জন্য দ’র্শনার্থীদের আমন্ত্রণ জা’নিয়েছেন তিনি।

১৭৮০ সা’লে তৎকালীন রাজা কনদভ্য তার স্ত্রী দূ’র্গা দেবীর নামকরণে জ’নগণের পানি প্রাপ্তি নি’শ্চিত করতে সাড়ে ৪৫ একর জমির উ’পর এই দিঘি খনন করেন। ১৯৪ বছর পর ১৯৭৪ সা’লে তৎকালীন ম’ন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের উ’দ্যোগে মৃ’ত প্রায় দিঘি পুন’রায় খনন করা হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »