অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়ালের স্বেচ্ছাসেবকের মৃত্যু

Spread the love

অক্সফোর্ড বি’শ্ববিদ্যালয়ের সম্ভাব্য করোনাভাইরাস টি’কা নিয়ে নয়া উদ্বেগ তৈরি হলো। মৃ’ত্যু হলো সেই ‘ভ্যাকসিন ক্যা’ন্ডিডেন্ট’-এর ট্রা’য়ালে অংশগ্রহণকারী এক স্বে’চ্ছাসেবকের।  ব্রাজিলের স্বাস্থ্য ক’র্তৃপক্ষ অ্যানভিসাকে উ’দ্ধৃত করে একথা ‘জানিয়েছে সং’বাদসংস্থা রয়টার্স।

নিয়ন্ত্রক সং’স্থাকে উদ্ধৃত করে রয়টার্স জা’নিয়েছে, স্বেচ্ছাসেবকের মৃ’ত্যু’ হলেও সম্ভাব্য টি’কার পরীক্ষা চলবে। ট্রা’য়ালে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য সং’ক্রান্ত গোপনীয়তার কারণে স্বা’স্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বি’স্তারিত কিছু জানানো হ’য়নি। ফেডারেল ইউ’নিভার্সিটি অব সাও পাও’লোর পক্ষ থেকে পৃথ’কভাবে জানানো হয়েছে, মৃত ব্যক্তি ব্রা’জিলিয়ান। তবে তিনি ব্রাজিলের কোনো অংশের বাসিন্দা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খো’লসা করে কিছু বলা হয়নি। যে বিশ্ববিদ্যালয় ব্রাজি’লে অ্যাস্ট্রোজেনেকা ও অ’ক্সফোর্ডের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর তৃতীয় পর্যা’য়ের ট্রায়াল চালানোর ক্ষেত্রে সাহায্য করছে।

সূত্র উ’দ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, যাদের ও’পর এখন করোনা টিকার পরীক্ষা-নিরী’ক্ষা চালানো হচ্ছে, মৃ’ত ব্যক্তি সেই গোষ্ঠীর অংশ হলে তৎক্ষণাৎ ট্রায়াল স্থগিত ‘রাখা হত। বিষয়টির সঙ্গে অবহিত এক সূ’ত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ব্লু’মবার্গ জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে সম্ভা’ব্য করোনা টিকা প্রয়োগ করা হয়নি। তবে সে’ই তথ্য প্রকাশ্যে না আসা নিজের নাম ও পরিচয় গো’পন রাখতে চেয়েছেন ওই সূ’ত্র।

মৃ’ত্যুর ঘটনা নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃ’পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ‘কোনও মন্তব্য করা হয়নি ব’লে জানিয়েছে ব্লুমবার্গ। অন্যদিকে অ্যাস্ট্রো’জেনেকার জানিয়েছে, গোপনীয়তা এবং ক্লি’নিকাল ট্রায়ালের নিয়মের জন্য কোনো নির্দিষ্ট বিষয় নি’য়ে সংস্থার পক্ষে কোনো ম’ন্তব্য করা হবে না।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »