৭৩ মিটার উচ্চতায় দড়ির উপর দিয়ে হেঁটেছেন ২৩০ মিটার!

Spread the love

জার্মানির নুরেমবার্গে হয়ে গে’ল দড়ির ওপর দিয়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম ক’রার চমৎকার এক প্রতিযোগিতা। এতে বি’শ্ব রেকর্ড গড়েছেন জেনস ডে’ক ও তার দল।

কঠোর পরিশ্রম আর দৃ’ঢ় মনোযোগ নিয়ে প্র’তিযোগীকে দড়ির ওপর দিয়ে পাড়ি দি’তে হয় নির্দিষ্ট দূরত্ব। মনোযোগ হা’রালেই বিপদ। ছিটকে পড়তে হবে এ’কেবারে নিচে।

নুরেমবার্গের ম্যাক্স ম’রলোক স্টেডিয়ামে এ আয়োজনে মাটি থে’কে ৭৩ মিটার উচ্চতায় দড়ির ওপর দিয়ে স্টে’ডিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁ’ছান প্রতিযোগীরা।

করোনার অ’স্থিরতার মাঝেও নানাভাবে বিনোদনের খোরাক যুগিয়ে যা’চ্ছেন ক্রীড়াবিদরা। কষ্টের মাঝেও তা একটু হলেও স্বস্তি দিচ্ছে সবার প্রাণে। জা’র্মানির নুরেমবার্গে ব্যতিক্রমী এক আয়োজন দারুন প্র’শংসা কুড়িয়েছে। নুরেমবার্গের ম্যা’ক্স মরলোক স্টে’ডিয়ামে আয়োজন করা হয় উঁচু দড়ির ওপর দি’য়ে হাঁটা প্রতিযোগিতা।

৭৩ মিটার উ’চ্চতায় দড়ির ওপর দাঁড়িয়ে জেনস ডেক। নিচের দিকে তা’কালেই ভয়ে শিউরে ওঠে গা। কিন্তু রো’মাঞ্চের নেশায় মাতোয়ারা ডে’কের কাছে এটা শুধুই চ্যালেঞ্জ জয়ের ম’ঞ্চ। স্টেডিয়ামের এ’কপ্রান্তের ফ্লাডলাইটের ওপর থেকে পাড়ি দি’য়ে যেতে হয় আরেক প্রান্তে অ’বস্থিত ফ্লাডলাইটে।

এভাবেই পাড়ি দিতে হয় ২৩০ মিটার দূ’রত্ব! কি ভাবছেন, প’ড়ে গেলে মরে যাবেন না’তো? না রোমাঞ্চকর এ আ’য়োজনে প্রতিযোগিদের জন্য ছি’লো বিশেষ স’তর্কতামূলক ব্যবস্থা। পড়ে গে’লেও শরীরে বিশেষ ধরণের দড়ি বাঁধা থাকে স’বার। নিচেও রাখা হয় বিশেষ সু’রক্ষা সামগ্রী। যাতে করে পড়ে গেলেও কো’ন ধরণের শারিরীক ক্ষতি হয় না প্র’তিযোগীদের।

প্র’তিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া জেনস ডে’ক বলেন, এ আসরে অং’শ নিতে পেরে আমরা দারুন খু’শি। এটা সত্যিই একটা ভি’ন্ন ধরণের খেলা। এ’খানে বিপদের ঝুঁকি কম থাকলেও, সবচেয়ে ব’ড় সমস্যা মনোযোগ ধরে রাখা। যা স’ত্যিই কঠিন। কোনভাবে ম’নোযোগ হারিয়ে ফেললেই পা পিছলে পড়ে যা’ওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব সত’র্ক থাকতে হয় সবাইকে।

এ আসরে বি’শ্বরেকর্ড গড়েছে জেনস ডেকের দল। আ’গামীতে এ খেলাকে বিশ্ব দ’রবারে তুলে ধরার লক্ষ্য তা’দের। সে ল’ক্ষ্য কাজ করে যাচ্ছেন ডে’ক ও তার দল।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »