২০২৭ বিশ্বকাপ নিয়ে লড়াইয়ে ৩ ইউরোপিয়ান দেশ

Spread the love

২০২৭ নারী ফু’টবল বিশ্বকাপ যৌথভাবে আ’য়োজনের জন্য ফিফার কাছে আ’গেই প্রস্তাবনা দিয়েছে বে’লজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি। এবার তা’রা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নি’য়ে এক প্রোমো উন্মোচন করেছে। যার স্লো’গান হলো ‘থ্রি নেশন্স, ওয়ান গোল’। চ’লতি বছরের শেষদিকে দেশ তিনটির সরকার ফি’ফার কাছে নিজেদের অ’বস্থান তুলে ধরবে।

জাঁ’কজমকপূর্ণ আয়োজনের মধ্য দি’য়ে ২০১৯-এ ফ্রান্সে অ’নুষ্ঠিত হয় নারীদের সবচেয়ে বড় ক্রী’ড়া আসর বিশ্বকাপ ফু’টবল। তার রে’শ হয়তো এখনো রয়ে গে’ছে ফ্রান্সের আনাচে-কানাচে। আ’য়োজক হিসেবে বেশ সুনামও কুড়িয়েছে তা’রা। এরপর ২০২৩ ফিফা না’রী বিশ্বকাপ যৌ’থভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নি’উজিল্যান্ড। তা আগেই নি’র্ধারণ করা হলেও, ২০২৭ ফি’ফা বি’শ্বকাপের আয়োজক কে বা কা’রা হবে তা এখনো নি’র্ধারণ হয়নি। এ’বার তাই নিয়ে শুরু হয়েছে প্র’তিযোগিতা।

না’রীদের ২০২৭ ফুটবল বিশ্বকাপের আ’য়োজক হওয়ার দৌঁড়ে এগিয়ে আ’ছে বেলজিয়াম, নেদা’রল্যান্ডস ও জার্মানি। ই’তোমধ্যে এই তি’ন দেশ বিশ্বকাপ আ’য়োজন নিয়ে তাদের যৌথ প্র’যোজনার এক প্রোমো উ’ন্মোচন করেছে। যার স্লোগান হ’চ্ছে, ‘থ্রি নেশন্স, ওয়ান গো’ল’। চলতি বছরের শে’ষে দেশ তিনটি তা’দের নিজেদের অব’স্থান তুলে ধরবে ফি’ফার কাছে।

ফিফার দে’য়া নির্ধারিত সময় এ’খনো ঠিক হয়নি। তাই এই তি’ন দেশ ছাড়াও আরো অ’নেকে আয়োজক হতে নি’জেদের প্রস্তাবনা চালিয়ে ‘যাচ্ছে। যে দৌঁড়ে আ’ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আ’ফ্রিকা, চিলি, কলম্বিয়ার ম’ত দেশও। তবে নি’জেদের অবস্থানে অ’নড় বেল’জিয়াম, নেদারল্যান্ডস ও জা’র্মানি। সফল এ’ক বিশ্বকাপ আয়োজনে মু’খিয়ে আছে তারা।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »