বাবুগঞ্জে আভাসের ত্রৈয়মাসিক শেয়ারিং সভা অনুষ্ঠিত

Spread the love
বাবুগঞ্জ প্রতিনিধি মোঃ মহিউদ্দিন খান রানা ।।আজ ১৮ অক্টোবর’২০২০ইং তারিখ রবিবার সকাল ১০.০০ টায় বেসরকারি উন্নয়ন সংগঠন “আভাস” কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি ও ইউকেএইড অর্থায়নে  এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগীতায় “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় গঠিত বরিশাল বাবুগঞ্জ  উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের সামনে বাবুগঞ্জ গনশিল্পী সংস্থা এর কার্যালয়ে  প্লাটফরম সদস্যদের ত্রৈমাসিক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্লাটফরমের সহ সভাপতি  জনাবা মোসাঃ রেখা আসলাম,  সভটি পরিচালনা করেন প্রোজেক্ট অফিসার নাসরিন খানম। সভায়  বক্তব্য রাখেন,  আ জ ম সামসুল হক খান পুরা মসজিদে ইমাম,  মেম্বার  মোঃ জিয়াউল হক ইউপি সদস্য,মো মিয়া রোকন, সাংবাদিক, মোঃ রুবেল সরদার সাংবাদিক, মমতাজ বেগম সংরক্ষিত ইউপি, নিশি সাংস্কৃতিক কর্মী  মোঃ  কমরুল হাসান প্রিন্স বাবুগঞ্জ মানবাধিকার কর্মী, মোঃ  রেজাউল করিম সাংবাদিক   প্রমুখ । এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল প্লাটফরম সদস্যগণ তাদের এলাকাতে কিভাবে কাজ করবে, কোন কোন বিষয়ের উপর কাজ করবে, এত করে প্রকল্পের লক্ষ্য অর্জনে কতটুকু ভুমিকা রাখবে তা আলোচনা করা হয় । পরে সকল সদস্যবৃন্দ বিগত তিন মাসে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের  পরিস্থিতিসহ বরিশালের বর্তমান পরিস্থিতি আলোচনা করেন। আলোচনায় তারা বিভিন্ন গ্যাপ খুজেঁ বের করে আগামী তিন মাসে
 (অক্টোবর-ডিসেম্বর-২০২০) কিভাবে কোথায় কাজ করতে হবে তার একটি বাস্তব উপযোগী কর্মপরিকল্পনা তৈরী করেন।
সভায় অংশগ্রহণকারী সকল সদস্য বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »