আম্পানের তান্ডবে লন্ডভন্ড বাগেরহাট

Spread the love

আম্পানের তান্ডবে লন্ডভন্ড বাগেরহাট;

বাগেরহাট প্রতিনিধি:

২০০৭ সালে উপকূলীয় এলাকায় ভয়ঙ্কর সিডর নামক ঘূর্ণিঝড়ের ন্যায় আরো একটি ঘূর্নিঝড় সুপার সাইক্লোন “আম্পান” হানলো। গতকাল ২০/০৫/২০ তারিখে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে যখন এই উপকূলীয় এলাকার ধর্মপ্রান মুসলমানরা যখন সারাদিন সিয়াম পালন করে লাইলাতুল কদর পালনের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক যখনই এই সাইক্লোন আম্পানের তান্ডব শুরু হয়।বাগেরহাটের মোড়েলগঞ্জ এবং শরণখোলা উপজেলায় ব্যাপক তান্ডব চালায় আম্পান। তান্ডব শুরু হয় গতকাল সন্ধা ৬ টার পর থেকে। বাতাসের গতিবেগ ছিলো ১২০/১৩০ কি: মি: বেগে। প্রথমে মুশলধারে বৃষ্টি শুরু হয় এবং সাথে সাথে বাড়তে থাকে বাতাসের আধিক্য। বাড়তে থাকে পানগুছি নদী সহ ছোট বড় নদী ও খালের পানি। রাত ১১ টার দিকে মোড়লগন্জ এবং শরনখোলা সহ সদর ইউনিয়ন ৪/৫ ফুট পানির নীচে তলিয়ে যায়। যার ফলে এই অঞ্চলের মানুষের বেচে থাকার একমাত্র সম্বল মৎস্য ঘের এবং পুকুর পানিতে তলিয়ে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়েছে গাছপালা,ধসে পড়েছে বহু ঘরবাড়ী এবং তলিয়ে গেছে শত শত মাছের ঘের ও পুকুর।

সারারাত দমকা হাওয়ার সাথে হু হু করে পানি বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »