আজকের ঝলক নিউজ

ঢাকার সবশেষ আবহাওয়া বার্তা

Spread the love

ঢাকার সবশেষ আবহাওয়া বার্তা

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবের কারণে আবহাওয়া অফিস দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সমূহকে দশ নম্বর বিপদ সংকেতের আওতায় রেখেছে।

আম্পানের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ১০ থেকে ১৫ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ১৪০ থেকে ১৬০ মিটার বেগে ঝড়ো বাতাসসহ অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা নৌযানগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তবে আজ সকাল সাড়ে এগারোটার দিকে তোলা ছবিতে ঢাকার আকাশে আংশিক মেঘলা সহ হালকা রোদ পরিলক্ষিত হয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এখন আবহাওয়া অনেকটা শান্ত।