ফেসবুক পেজের মাধ্যমে ইবিতে শিক্ষক নিয়োগ!

ডিসেম্বর ০৯ ২০২১, ১২:২৫

Spread the love

ক্যাম্পাস প্রতিবেদক

ফেসবুক পেজের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে! বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘IUian-ইবিয়ান’ নামে একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সুযোগ রেখেছে তারা। তবে এ বিষয়টি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান।

জানা গেছে, ‘IUian-ইবিয়ান’ নামে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা আবেদনের সুযোগ রেখেছে। এতে বিব্রত আবেদকারীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, এটা হওয়ার কথা না। আমি এখনি আইসিটি সেলকে বিষয়টি অভহিত করতেছি।

এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »