আল- ইহসান সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ফেব্রুয়ারি ০৮ ২০২১, ১৫:২৮
আল- ইহসান সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
আজকের ঝলক নিউজ; নিউজ ডেস্ক
ঝালকাঠি জেলার, নলছিটি থানার মোল্লারহাট ইউনিয়নে আল- ইহসান সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি রোজ রবিবার মোল্লারহাট ইউনিয়নের হদুয়া ইসলামিক কমপ্লেক্স এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোল্লারহাট ইউনিয়ন এবং এর পার্শবর্তী ইউনিয়নের দুঃস্থ অসহায় মানুষদের মাঝে উপহার স্বরূপ এ কম্বল বিতরণ কার্যক্রম কর্মসূচি পরিচালনা করেন আল- ইহসান সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আল-ইহসান সমাজ কল্যাণ পরিষদ মোল্লারহাট ইউনিয়নের কতিপয় তরুণ সমাজের চিন্তা ধারার ফসল। এরই ধারাবাহিকতায় গত 18ই জানুয়ারী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই স্চ্ছোসেবী দ্বাতব্য সংগঠন। সমাজের অবহেলিত, দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতেই তারা এই সামাজিক সংগঠনটি গড়ে তোলে। ইতিমধ্যে দল মত নির্বিশেষে সকলের নিকট এই সংগঠনটির সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে।
আল- ইহসান সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
https://www.youtube.com/watch?v=WGVjKqK_Rpw&list=RDWGVjKqK_Rpw&start_radio=1