মুসলিম আইনে খোরপোষ বা ভরণপোষণ

ভরণপোষণ কী

ডিসেম্বর ১০ ২০২০, ২৩:৩৭

ajkerjholok

Spread the love

আজকের ঝলক :

ভরণপোষণ কী?
► মুসলিম আইনে খোরপোষ বা ভরণপোষণ বলতে জীবনধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ নিত্যপ্রয়োজনীয় বিষয়কে বোঝায়। খোরপোষ সামাজিক মর্যাদা ও আর্থিক সঙ্গতির ওপর নির্ভর করে। স্ত্রী বা স্ত্রীগণ স্বামীর কাছ থেকে বিবাহ বলবৎ থাকাকালীন খোরপোষ পাওয়ার অধিকার লাভ করেন।
► স্ত্রী বা স্ত্রীগণ যতদিন স্বামীর প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকবেন এবং যুক্তিযুক্ত নির্দেশসমূহ পালন করবেন, ততদিন স্ত্রী বা স্ত্রীগণের ভরণপোষণের দায়িত্ব স্বামীর। স্বামীর দারিদ্র, ভগ্নস্বাস্থ্য, বেকারত্ব, কারাবরণ অথবা অন্য কোনো অজুহাতই খোরপোষ দেয়ার ব্যর্থতা হিসেবে গ্রহণ করা যাবে না।
► পুত্র সাবালক হওয়া পর্যন্ত এবং কন্যা বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত পিতার কাছ থেকে ভরণপোষণের দাবিদার। কোনো কারণে সন্তান পিতা থেকে আলাদা করে মায়ের কাছে বা মায়ের অভিভাবকের (নানা-নানী) কাছে থাকলেও পুত্রের ৭ বছর এবং কন্যার বিবাহ না হওয়া পর্যন্ত পিতা ভরণপোষণ দিতে বাধ্য।
► ভরণপোষণ দিতে অস্বীকার করার তারিখ থেকে ৩ বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা করতে হবে।

ভরণপোষণ না দিলে যা হবে : মা ও শিশু মানসিক ও শাররীক ক্ষতিগ্রস্থ হতে পারে, সামাজিক অপরাধ বেড়ে যেতে পারে, ভিক্ষাবৃত্তি বেড়ে যেতে পারে, সংসার ভেঙ্গে যেতে পারে, বহুবিবাহ বেড়ে যেতে পারে।

লিখেছেন : মোঃ জহিরুল ইসলাম, এল,এল’বি



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »