আর্মি অফিসার হওয়ার স্বপ্ন মাহিনের; সফলতার পিছনে মা-বাবার সু-শাসন

Spread the love

ঝলক নিউজ : আর্মি আফিসার হওয়ার স্বপ্ন মাহিনের; সফলতার পিছনে মা-বাবার সু-শাসন

খেলাধুলা, মোবাইল গেমস, দুষ্টমি ও পড়াশুনা একসাথে চলেছে ছেলেটির, তবে পরীক্ষার ৬ মাস আগে সম্পর্ক শুধুই বইয়ের সাথে।  বরিশাল জেলার উজিরপুর উপজেলার কৃতী শিক্ষার্থী গাজী আশিকুর রহমান (মাহিন) এস এস সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। সে উজিরপুর সরকারি ডব্লিঊ বি ইউনিয়ন (মডেল) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি এবং উজিরপুর সরকারি ডব্লিঊ বি ইউনিয়ন (মডেল) মাধ্যমিক বিদ্যালয় থেকে জে এস সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। উক্ত শিক্ষার্থী হাজী তাহের উদ্দিন ইসলামিয়া কলেজ ভাইস প্রিন্সিপাল গাজী মিজানুর রহমান ও মাকসুদা খানম নিরু এর বড় ছেলে। স্বপ্ন পূরণের পথে বিরামহীন এগিয়ে যাওয়ার প্রত্যয় তার। তার এ সাফল্যের পিছনে রয়েছে তার বাবা মায়ের সু-শাসন সকল প্রকার পরীক্ষার পূর্বে ৬ মাস তাদের বাসায় ডিস লাইন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি মোবাইলেও কোন প্রকার ডাটা ব্যবহার করেন না মাহিনের পিতামাতা- এটাই সাফল্যের কারণ, এছাড়াও ধারাবাহিক সাফল্যের পিছনে শিক্ষকদের রয়েছে সবচেয় বেশি অবদান বলে জানিয়েছে মাহিনের পরিবার ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »