অভিযোগ প্রমাণ করে জরিমানার ২৫ শতাংশ পেলেন ভোক্তা

ডিসেম্বর ০৩ ২০২০, ১২:০৩

Spread the love

অভিযোগ প্রমাণ করে জরিমানার ২৫ শতাংশ পেলেন ভোক্তা

মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,পঞ্চগড় : পঞ্চগড়ে রিয়াল এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশ্রæত সেবা না পাওয়ার অভিযোগের পর তা প্রমাণ করে জরিমানার ২৫ শতাংশ টাকা পেয়েছেন এক গ্রাহক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করার পর শুনানি শেষে তিনি এ টাকা পান।বুধবার (২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার রিয়াল এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।তিনি জানান, প্রতিশ্রæত সেবা না দেয়ায় মঙ্গলবার (১ ডিসেম্বর) লিখিত অভিযোগ করেন এক ভোক্তা। পরে ওই ভোক্তার দায়েরকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করলে অভিযুক্ত প্রতিষ্ঠান দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।একই সঙ্গে অভিযোগকারী ওই ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ টাকা দেয়া হয় বলেও জানান তিনি।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »